বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৪৭

নিষিদ্ধ জাল ও অবৈধ মাছ শিকার রোধে কম্বিং অপারেশন

মতলব উত্তরে ১৫০টি রিং চাঁই ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে ১৫০টি রিং চাঁই ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
মতলব উত্তরে নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করার দৃশ্য।

মতলব উত্তর উপজেলায় নিষিদ্ধ জাল ব্যবহার ও অবৈধভাবে মাছ শিকার রোধে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) উপজেলার মেঘনা নদীর নাসিরারচর, বোরোচর, বাহাদুরপুর, দশানী ও এখলাশপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৫০টি রিং চাঁই, ৪টি চরঘেরা/গছি জাল এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় ২টি জাগ উচ্ছেদ করা হয়। জব্দকৃত চাঁই ও জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই মো. রুহুল।

জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, মেঘনা ও অন্যান্য নদীতে অবৈধ ও ক্ষতিকর জাল (যেমন কারেন্ট জাল, বেহুন্দি জাল, চায়না দুয়ারি) চিহ্নিত করে জব্দ করা হচ্ছে। ছোট মাছ ও পোনা ধরা বন্ধ করে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতেই এ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, আজ জব্দকৃত রিং চাঁই, চরঘেরা/গছি জাল ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ জাল ও অবৈধ মাছ শিকার রোধে এ ধরনের কম্বিং অপারেশন অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়