প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৯
ফরিদগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগ নেতা আটক

ডেভিল হান্ট
ফেইজ-২-এর অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ থানা পুলিশ যুবলীগ সভাপতি ও ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে আটক করেছে। এরা হলেন : ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এস এম তুহিন রায়হান (৪৮) ও গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন খান (৪০)।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে তাদের বাড়ি থেকে আটক করে। পরে তাদেরকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিস ভাংচুরের মামলায় (ফরিদগঞ্জ থানার মামলা নম্বর-১৮। তারিখ-২০/০২/২০২৫,ধারা ১৪৩/ ১৪৭/১৪৮/ ১৪৯/৩২৩/৩২৪ /৩৫৪ /৩৭৯ /৪৩৫ /৪৩৬ /৩৮৫ /৪২৭ /৩৪১ /৩৪২ /৫০৬ /৩৪ তৎসহ বিস্ফোরক আইনের ৪/৫)তে আটক দেখিয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর আদালতে প্রেরণ করে। পরে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযানের অংশ হিসেবে দুজনকে আটক করা হয়েছে।








