প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২০:২৯
ফরিদগঞ্জে বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টুর দায়িত্ব গ্রহণ

ফরিদগঞ্জ বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুরে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হিসেবে তাঁর কার্যকাল শুরু করেন। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমানের নেতৃত্বে বিআরডিবির কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিআরডিবির সাধারণ সদস্য ও দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
|আরো খবর
তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আজ থেকে আমার নতুন পথের যাত্রা শুরু হলো। এতোদিন মাঠের রাজনীতি করেছি, এখন থেকে মানুষকে সেবা দেয়ার কাজটুকু করবো। আপনাদের সকলকে নিয়ে বিআরডিবিকে টেনে তুলে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি শুনেছি বিআরডিবির অনেক সম্পত্তি বেহাত ও অব্যবস্থাপনায় পড়ে রয়েছে। এছাড়া অনেক ঋণ পড়ে রয়েছে মাঠে। আমি মাত্র আজ থেকে কাজ শুরু করলাম। সবকিছু দেখেশুনে সকলকে নিয়েই আমার পথচলা শুরু হবে। আর যাত্রা পথে আমার কোনো ভুল-ত্রুটি হলে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন। এটা আমার অন্যতম চাওয়া। কারণ ভুল মানুষেরই হয়।
আমি এ মুহূর্তে কৃতজ্ঞতা জানাই, আমাকে ভোট দিয়ে যারা নির্বাচিত করেছেন। যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে একটি সুন্দর এবং ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।








