মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭

ফরিদগঞ্জে বিআরডিবির ৫০তম বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে বিআরডিবির ৫০তম বার্ষিক সাধারণ সভা
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৫০তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখছেন নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু।

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি)-এর ৫০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুরে বিআরডিবি’র নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, সাবেক পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামীম, বিআডিবির সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ জুয়েল, বিআরডিবির নতুন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নুরুন্নবী মানিক, সদস্য মানিক চন্দ্র দাস, আব্দুল মোতালেব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার বলেন, সমবায়ের মাধ্যমে অনেক কঠিন কাজও সহজেই করা সম্ভব। বাংলাদেশের সমবায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত বেশ কিছু প্রতিষ্ঠান এখনও চলমান। তবে সমবায়ের আগের সেই জৌলুস নেই। সমবায়ীদের উচিত সমবায় সংগঠনগুলোকে বাঁচিয়ে রাখা। বর্তমানে ১৯৮টি সমবায় সমিতি থাকলেও সদস্য ও সঞ্চয়ের অবস্থা দেখলে অনুমেয় এদের অবস্থা। আশা করছি, নতুন পরিচালনা পর্ষদের মাধ্যমে সমবায় সমিতিগুলো আবারো কার্যকর সমিতিতে রূপান্তরিত হবে।

সভাপতির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি। আমি চেষ্টা করবো আপনাদের কথা শুনে বিআরডিবির হারানো গৌরব ফিরিয়ে নিয়ে আসার। চলতি পথে ভুল হতেই পারে, আপনারা ভুল ধরিয়ে দিলে আমি তা শুধরিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবো। আর অবশ্যই সমবায়গুলোকে সচল করতে হবে। আমি এখন থেকে কাজ শুরু করবো। আশা করছি আপনারাও তাতে সাড়া দিবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়