প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৫৪
সাবেক কৃতী ফুটবল খেলোয়াড় দেবু সাহা আর বেঁচে নেই

চাঁদপুর সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা, সাবেক কৃতী ফুটবলার, ফুটবলপ্রেমী সকলের প্রিয় দেবু দা ওরফে দেবু সাহা আর বেঁচে নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।
|আরো খবর
তিনি সোমবার (৫ জানুয়ারি ২০২৬) রাত প্রায় সাড়ে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে চাঁদপুরের ক্রীড়াঙ্গনসহ সকলের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। জীবদ্দশায় চাঁদপুরে ফুটবল খেলোয়াড় সৃষ্টিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের পরিবারের পক্ষ থেকে দেবু সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হয়।
চাঁদপুর শহরের ইচলী মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।








