বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪৯

চাঁদপুর জেলা বিএনপি'র আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা মিলেমিশে দেশ পরিচালনা করবো

---অ্যাড. সলিম উল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার।।
শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা মিলেমিশে দেশ পরিচালনা করবো
চাঁদপুর জেলা বিএনপি'র আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। নিচে দোয়া মাহফিলে মোনাজাতরত নেতৃবৃন্দ।

বিএনপি'র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ভোর ৬টায় বাংলাদেশের ১৮ কোটি মানুষকে কাঁদিয়ে চির বিদায় নিয়ে চলে গেছেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে ৭দিনব্যাপী নেতাকর্মীদের কালোব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে শোক বই সংরক্ষণ ও কোরআন খতম ও দোয়া মাহফিলের শেষ দিন ছিলো ৫ জানুয়ারি ২০২৬ সোমবার। এ উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে ও ওলামা দল চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আসর চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিশ্ব নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা মিলেমিশে দেশ পরিচালনা করবো। মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ।

তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যে আমরা কোরআন খতম করেছি এবং তার জন্যে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ যেন তাঁকে জান্নাতের উচ্চস্থান দান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাও. জসীমউদ্দীন পাটওয়ারী ও সদস্য হাফেজ আক্তার হোসেন। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশনায়ক তারেক রহমান ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. মুক্তা, সহ-সভাপতি ও পিপি অ্যাড. কুহিনূর বেগম, অ্যাড. রেহানা ইয়াছমিন কচি,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাও. ওমর ফারুক বাদশা ও যুব জমিয়ত চাঁদপুর জেলা আহ্বায়ক মুফতি মাজহারুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়