প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০০:০৬
প্রবাসে আরব আমিরাত যুবদলের শোক সভা
গণতন্ত্রের মা'র বিদায়ে শোকাচ্ছন্ন মরুদেশ

সংযুক্ত আরব আমিরাত যুবদল সমর্থকবৃন্দের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের মাটিতে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র রক্ষায় তার আপসহীন সংগ্রামের কথা স্মরণ করা হয়।
|আরো খবর
ভিডিও ক্যাপশন:"বিদেশের মাটিতে প্রিয় নেত্রীর জন্য শোকাতুর প্রবাসীরা!
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা এবং জাতীয়তাবাদের অতন্দ্র প্রহরী। তার এই প্রয়াণ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকাবহ এই পরিবেশে বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি এবং তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
ইউএই বিএনপি ও যুবদলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক কারা নির্যাতিত নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাটি শোকের আবহে রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তারা প্রবাসে অবস্থানরত জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। প্রবাসে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের প্রিয় নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ডিসিকে /এমজেডএইচ







