বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৫২

লক্ষ্মীপুর-২ :

গৃহিণী স্ত্রীর সম্পদ বিএনপি প্রার্থী আবুল খায়ের ভুঁইয়ার দ্বিগুণ

গৃহিণী স্ত্রীর সম্পদ বিএনপি প্রার্থী আবুল খায়ের ভুঁইয়ার দ্বিগুণ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর উপজেলার আংশিক) আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা পর্যালোচনায় দেখা যায়, তাঁর স্থাবর, অস্থাবর অর্জনকালীন মোট সম্পদ রয়েছে ৬৬ লাখ ৬ হাজার টাকার। তবে পেশায় গৃহিণী ও ব্যবসায়ী তাঁর স্ত্রী রওশন আরা বেগমের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ৩৭ লাখ ৩১ হাজার টাকার। সে হিসেবে তাঁর চেয়ে তাঁর স্ত্রীর সম্পদ দ্বিগুণের বেশি রয়েছে।

হলফনামা অনুযায়ী, আবুল খায়ের ভূঁইয়ার বয়স ৬৫ বছর। লক্ষ্মীপুর-২ আসনে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই আসন থেকে তিনবার নির্বাচিত হন। পরে আসনটিতে উপনির্বাচন হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন।

হলফনামা ঘেঁটে জানা যায়, আবুল খায়ের ভূঁইয়ার স্ত্রী রওশন আরা বেগমের অকৃষি জমি রয়েছে ১ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ১৬০ টাকার। এর মধ্যে ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার টাকার একটি ভবন, ১ লাখ টাকা মূল্যের আছে ২০ তোলা সোনা, ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য ও আসবাব রয়েছে। এ ছাড়া তাঁর কাছে নগদ টাকা রয়েছে ১৫ লাখ ৬৬ হাজার টাকা। এর বাইরে তাঁর তিনটি ব্যাংকের হিসাব নম্বরে ২ লাখ ৯৬ হাজার টাকা রয়েছে। সর্বশেষ আয়কর রিটার্নে তিনি ১ লাখ ৭২ হাজার টাকার আয়কর দিয়েছিলেন। এ রিটার্নে তাঁর আয় দেখানো হয় ২ কোটি ৭৪ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী আবুল খায়ের ভূঁইয়ার একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। এ ছাড়া তাঁর ৬৩ লাখ ২৫ হাজার ৬১৬ টাকা মূল্যের গাড়ি ও তাঁর নামে ১৩ লাখ টাকার গাড়ি ঋণও রয়েছে। এ ছাড়া দু লাখ টাকার ইলেকট্রনিক পণ্য ও আসবাব রয়েছে। বাড়ি ও স্থাবর সম্পত্তি থেকে তাঁর নির্ভরশীলরা (এক ছেলে ও এক মেয়ে) ভাড়া পান ১০ লাখ ৪৭ হাজার ৩২ টাকা।

স্ত্রীর চেয়ে আবুল খায়ের ভূঁইয়ার নগদ টাকা বেশি। হলফনামা অনুযায়ী, তাঁর ব্যাংক হিসাবে জমা ৫ লাখ ৯৮ হাজার ৮৯৫ টাকা, আর ৪৭ লাখ ৪২ হাজার ৯০২ টাকা নগদ রয়েছে। সর্বশেষ আয়কর রিটার্নে তাঁর আয় দেখানো হয়েছিল ২ কোটি ৩৫ লাখ ৯১ হাজার টাকা। গত বছর ৬ জুন দেওয়া এ রিটার্নে তিনি ২ লাখ ৩৮ হাজার টাকা আয়কর দিয়েছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়