রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬

রায়পুরে সড়ক দুুর্ঘটনায় ফরিদগঞ্জের কিশোরের মৃত্যু

প্রবীর চক্রবর্তী।
রায়পুরে সড়ক দুুর্ঘটনায় ফরিদগঞ্জের কিশোরের মৃত্যু

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তানজীম আবদুল্লাহ (১৮) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। নিহত কিশোরের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণি দুর্গাপুর গ্রামে। তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে ও স্থানীয় হর্ণি দুগাপুর সিনিয়র মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার কালু পাটোয়ারীর বাড়ির সামনে লক্ষ্মীপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নিহত তানজীমের ভাই শাহাদাত শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) সকালে জানান, শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) বিকেলে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার কালু পাটোয়ারীর বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গেলে গুরুতর আহত হন তানজীম। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান কর্মরত চিকিৎসক ডা. কমলাশীষ রায়।

তিনি আরো বলেন, পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। কারো বিরুদ্ধে আমার পরিবারের কোনো অভিযোগ নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়