বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২০:৫৩

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে সন্তোষপুর দরবার শরীফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে সন্তোষপুর দরবার শরীফের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজা উপত্যকায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফ ও তাঁর অনুসারীরা। বুধবার (৯ এপ্রিল ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

সন্তোষপুর দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা শাহ্ আব্দুল করীম বিন মুহাম্মদের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে বাসস্ট্যান্ডে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয় । সমাবেশে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

মুঠোফোনে সন্তোষপুর দরবার শরীফের পীর তাঁর বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি থাকার পরও ইসরায়েল ফিলিস্তিনে আমাদের ভাইদের ওপর যে বর্বরোচিত হামলা করেছে, এর প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। ইসরায়েলের এই হামলায় প্রতিদিন নিরীহ মানুষগুলো মারা গেছে, যাদের সবাই বেসামরিক ও নিরীহ মুসলিম জনতা। আমাদের অবস্থান পরিষ্কার করছি যে, আমরা ফিলিস্তিনি ভাইদের পক্ষে। পাশাপাশি দখলদার ইসরায়েলের বিপক্ষে আমাদের অবস্থান। আমরা সবাই মিলে যদি এই ইসরায়েলের হামলার বিষয়ে কথা বলি, তা বহির্বিশ্বে জনমত তৈরিতে সহযোগিতা করবে।

বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের খতিব মাও. মাকসুদুর রহমান, সন্তোষপুর দরবার শরীফের মুবাল্লিগ মাওলানা সাহাদাত হোসাইন, মাও. মুফতি মাঈনুল ইসলাম, মাও. সুলতানুল আরেফিন, মাও. মো. সিদ্দিকুর রহমান, মাও. খাজা বাকি বিল্লাহ, নায়েবে মুদীর মাওলানা মুহিববুল্লাহ, মাও. সিহাব উদ্দিন, মুদীর মাও. মুহাম্মদ সাহাদাত হুসাইন ও আলী নূর হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাও. মোঃ বেলাল হোসাইন।

বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বলেন, বাংলাদেশে ইসরায়েলের যে পরিমাণ পণ্য বিক্রি হয়, তা শুধুমাত্র ইসরায়েলকে শক্তিশালী করছে। আমরা যত মিছিল করি যাই করি, ইসরায়েলকে যদি আর্থিকভাবে সহযোগিতা করতে থাকি, তাহলে আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্ষা করা যাবে না। সুতরাং আমাদের কাজ হবে বাংলাদেশ থেকে একবারে সব ইসরায়েলি পণ্য বয়কট করা। আমরা মুসলিম, আমরা এখন থেকে কোনো প্রকার ইসরায়েলি পণ্য ক্রয় করবো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়