সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৪

জগতপুরে গণশৌচাগার ভেঙ্গে দোকান নির্মাণ করায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

মো. নাছির উদ্দিন
জগতপুরে গণশৌচাগার ভেঙ্গে দোকান নির্মাণ করায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

কচুয়া উপজেলার জগতপুর বাজারে গণশৌচাগার ভেঙ্গে দোকানঘর নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৬ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগতপুর বাজারে সচেতন ছাত্রসমাজ ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সচেতন ছাত্রসমাজের পক্ষে আল হাসান নাহিদ, রোকনুজ্জামান মিলন, শামীম হোসেন, আবু সুফিয়ান ও বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে নূর হোসেন। বক্তারা বলেন, এ বাজারে একাধিক গণশৌচাগার থাকলেও তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরে সরকারি অর্থায়নে জগতপুর পশ্চিম বাজারে একটি গণশৌচাগার নির্মাণ করা হয়। কিন্তু স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে ইব্রাহিম খলিল ২০২৩ সালে রাতের আঁধারে ক্ষমতার প্রভাব খাটিয়ে গণশৌচাগারটি ভেঙ্গে স্থায়ীভাবে দোকানঘর নির্মাণ করেন।

বক্তারা আরো বলেন, এখানে ইউনিয়ন কৃষি অফিস রয়েছে। কিন্তু তার অর্ধেক অংশ ইব্রাহিম খলিল দখলে নেয়। ফ্যাসিবাদ সরকার পতনের পর স্থানীয় ছাত্রসমাজ ও সর্বস্তরের মানুষ এক হয়ে গণশৌচাগারটি পুনঃনির্মাণের দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে সোমবার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানান তারা।

কচুয়া উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বাজার জগতপুর। এ বাজারে গণশৌচাগারের অভাবে দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতা সহ সাধারণ মানুষের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক। এ সময় তিনি বলেন, স্মারকলিপি পাওয়ার সাথে সাথেই আমরা আইনগত ব্যবস্থাগ্রহণ করবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, সরকারি সম্পত্তির ওপর যদি কেউ দখল করে স্থাপনা নির্মাণ করে থাকে, তাহলে খুব শীঘ্রই আমরা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়