বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৬

বিএনপির জনসভায় লায়ন হারুনুর রশিদের সমর্থকদের মিছিল

প্রবীর চক্রবর্তী॥
বিএনপির জনসভায় লায়ন হারুনুর রশিদের সমর্থকদের মিছিল
সোমবার চাঁদপুরে বিএনপির জনসভা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের সমর্থকদের চাঁদপুর শহরে মিছিল।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে ফরিদগঞ্জের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ফরিদগঞ্জ থেকে বিএনপি নেতা-কর্মীদের নিয়ে সবচেয়ে বড় শোডাউন করে চাঁদপুরের সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের কর্মী ও সমর্থকরা। সোমবার দুপুর থেকে ফরিদগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় অর্ধশত গাড়িযোগে কয়েক হাজার কর্মী-সমর্থক আউটার স্টেডিয়ামে জড়ো হয়। পরে লায়ন হারুনুর  রশিদের নেতৃত্বে তারা মিছিল করে জনসভায় যোগ দেন।

জনসভায় যোগদানপূর্ব তাৎক্ষণিক পথসভায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে লায়ন হারুনুর রশিদ বলেন, আজকের এই জনসভার মাধ্যমে আমরা ফরিদগঞ্জবাসী প্রমাণ করেছি জেলার জনসংখ্যা অধ্যুষিত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির ঘাঁটি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই আসনটি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর বাংলাদেশে কর্ণধার তারেক রহমানের হাতে তুলে দেবো।

পথসভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য ফজলুল রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এএম টুটুল পাটওয়ারী, প্রবাসী বিএনপি  মানিক পাটওয়ারী, যুবদল নেতা আ. কাদির, যুবদল নেতা সোহেল খান, শাওন পাঠানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়