শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭

সিএসআর তহবিলের এমন সদ্ব্যবহার হোক

অনলাইন ডেস্ক
সিএসআর তহবিলের এমন সদ্ব্যবহার হোক

'হাজীগঞ্জে ওয়ালটনের মানবিক সহায়তা পেলো প্রয়াত ক্রেতার পরিবার' শিরোনামে গতকাল চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল একটি সংবাদ পরিবেশন করেছেন। সংবাদটিতে তিনি লিখেছেন, হাজীগঞ্জে ওয়ালটনের মানবিক সহায়তা পেয়েছে প্রয়াত ক্রেতার পরিবার। সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে উপজেলার বেলঘর আড়ং বাজারে প্রয়াত ক্রেতার পরিবারের হাতে এই সহায়তার চেক তুলে দেয়া হয়। এর আগে সম্প্রতি ওয়ালটন থেকে একটি মোবাইল ফোন কিস্তিতে ক্রয় করে তা পরিশোধের আগেই ক্রেতা তথা ব্যবসায়ী শফিউল্লাহ (চবু) মৃত্যুবরণ করেন। তার পরিবারকেই সহায়তা প্রদানের লক্ষ্যে ওয়ালটন গ্রুপ মানবিক উদ্যোগ গ্রহণ করে। মরহুমের পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেয়াকালে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ শাহজালাল। এ সময় মরহুমের পরিবার ও উপস্থিত অতিথিদের মধ্যে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইউসুফ পাটোয়ারী ওয়ালটন গ্রুপের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক দায়বদ্ধতা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সমাজের মধ্যে আস্থা ও সম্প্রীতি গড়ে তোলে। ওয়ালটন কর্মকর্তাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান এবং ওয়ালটন প্লাজা হাজীগঞ্জের ম্যানেজার আরিফ মজুমদার। এ সময় মিজানুর রহমান বলেন, ওয়ালটন গ্রুপ শুধু পণ্য বিক্রয়ে নয়, সামাজিক দায়বদ্ধতা পালনেও সদা সচেষ্ট। আমরা আমাদের গ্রাহক ও তাদের পরিবারের দুঃখ-কষ্টে পাশে থাকার চেষ্টা করি। এ সময় তিনি মরহুমের পরিবারকে সমবেদনা জানান। উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত ওয়ালটন গ্রুপের এই মানবিক পদক্ষেপ স্থানীয় জনগণ ও ব্যবসায়িক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষের আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করতে সহায়তা করে। ওয়ালটন গ্রুপের এই সহানুভূতিশীল কর্মকাণ্ড সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানীয়ভাবে বিবেচিত হচ্ছে।

ওয়ালটন হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম কর্পোরেট প্রতিষ্ঠান। কর্পোরেট হচ্ছে কোম্পানি বা কর্পোরেশন। এমন প্রতিষ্ঠানের সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) তহবিল থাকে, যা থেকে সামাজিক দায়বদ্ধতায় ভালো কিছু করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনেক কর্পোরেট প্রতিষ্ঠান সেই বাধ্যবাধকতা সম্পাদনে গতানুগতিক উদ্যোগই নিয়ে থাকে। একটু বিশেষ উদ্যোগ নিলে যে অনেক ভালো কাজ হয়ে যায়, তার দৃষ্টান্ত ডাচ বাংলা ব্যাংক লি. (ডিবিবিএল) সহ স্বল্প কিছু প্রতিষ্ঠান রাখতে সক্ষম হয়েছে। ভালো লাগছে যে, ওয়ালটন সিএসআর-এর আওতায় বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করছে, যেমনটি হাজীগঞ্জের অকাল প্রয়াত ব্যবসায়ী, কিস্তিতে ওয়ালটনের পণ্য ক্রেতা শফিউল্লাহর পরিবারের জন্যে করেছে। অধিকাংশ কর্পোরেট প্রতিষ্ঠান সিএসআর-এর কাজকে ঝামেলাপূর্ণ মনে করে ঢালাওভাবে বিভিন্ন উপকরণ বা সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়ে সস্তা বাহবা কামায়। কেউ কেউ তো সিএসআর তহবিলকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। বেশি দূরে যাওয়ার দরকার নেই, চাঁদপুর জেলাতেই তার নজির খুঁজে পাওয়া যায়, যেটা সার্বজনীন গ্রহণযোগ্যতা পায় না এবং সমালোচনার জন্ম দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়