শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩২

চাঁদপুরে আইনজীবীদের সাথে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোটার
চাঁদপুরে আইনজীবীদের সাথে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুরে আইনজীবীদের নিয়ে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে চাঁদপুর শহরে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন আইনজীবীরা।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে জেলার ২৫জন আইনজীবী অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুর জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সারওয়ার জাহান।

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জাহান আরা হক। তিনি বলেন, আইনজীবীদের কাছে নিরাপদ অভিবাসনের তথ্য তুলে ধরা হয় এবং অভিবাসন আইনের ব্যাপক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয় । আইনজীবীদের মাধ্যমে জনগণের কাছে এই তথ্যসমূহ পৌঁছে দেয়া এবং আইনগত সহায়তা প্রত্যাশী অভিবাসনকর্মীদের প্রত্যাশিত সেবা প্রদান করার বিষয়ে ভূমিকা প্রদান করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণের শুরুতে সংস্থাটির সদস্য ও সিমস প্রকল্পের ‘পিও-এক্সেস টু জাস্টিস’ আইনজীবী অ্যাড.

ফেরদৌস নিগার প্রশিক্ষণের উদ্দেশ্য, সিমস প্রকল্পের কার্যক্রম ও বিএনডব্লিউএলএ'র পরিচিতি বর্ণনা করেন। প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন প্রকল্পের প্যানেল আইনজীবী বিএনডব্লিউএলএ'র সদস্য ও চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর বেগম। তিনি অভিবাসী কর্মীদের জন্যে যার যার জায়গা থেকে সেবা করার বিষয়ে আইনজীবীদের আহ্বান জানান। এ প্রশিক্ষণে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন অ্যাড. তানভিয়া রোজলিন সুলতানা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ সময়োপযোগী এই আয়োজনের জন্যে বিএনডব্লিউএলএকে ধন্যবাদ জানান এবং অভিবাসী কর্মীদের জন্যে তাদের সেবার দ্বার উন্মুক্ত থাকবে বলে মতামত ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়