শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭

অপারেশন ডেভিল হান্ট

১২ দিনে চাঁদপুরে গ্রেপ্তার ৯৫

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
১২ দিনে চাঁদপুরে গ্রেপ্তার ৯৫

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ১২ দিনে চাঁদপুরে ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পর্যন্ত এদের গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আটক হয়েছে ২১জন। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে আটক হয় ১০জন।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এসব তথ্য নিশ্চিত করেন।

গত ৮ ফেব্রুয়ারি রাতে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চাঁদপুরে প্রথম আটক হন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী। ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্থ নিজ বাসা থেকে সেনাবাহিনী, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া ১১ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), ৩ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্রশস্ত্র, একটি মিনি ট্রাক ও অন্যান্য যন্ত্রপাতিসহ পাঁচ ডাকাতকে আটক করা হয়।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য নেতা-কর্মীর মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, সদস্য বেলায়েত হোসেন বাবুল মিজি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এসএম জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিবুর রহমান খান ও শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির।

আরও রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সহ-সভাপতি রেজাউল করিম রকি, চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাকন গাজী ও বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঁদপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। অনেকেই আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন। আবার কেউ বাড়িতে অবস্থান করলেও প্রকাশ্যে আসছেন না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়