বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৫

কচুয়ার আছিয়া খাতুন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
কচুয়ার আছিয়া খাতুন ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালগিরী আছিয়া খাতুন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার  (১৭ ফেব্রুয়ারি ২০২৫) সকালর ফাউন্ডেশন মিলানয়তনে এ কমিটি গঠন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা মো. জাবের মিয়াকে সভাপতি ও মো. ফয়েজ উল্লাহ্ খন্দকারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবিব। প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী দুবছরের জন্যে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি মকবুল হোসেন ও মো. বেলায়েত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির হোসেন, অর্থ সম্পাদক মো. কামরুল হোসেন, দপ্তর সম্পাদক কাজী মো. মোজ্জামেল হোসেন।

এক প্রতিক্রিয়ায় আছিয়া খাতুন ফাউন্ডেশনের নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাবের মিয়া বলেন, আমি বিগত ৪ বছর কাজ করেছি, সফলতা ও ব্যর্থতা এলাকার মানুষ বিচার করবে। বর্তমানে আমাকে আছিয়া খাতুন ফাউন্ডেশনের পুনর্নির্বাচিত সভাপতি করাতে আমি মনে করছি, এই সম্মান আমাকে না, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে  করা হয়েছে।  আমি অতীতে যেভাবে চেষ্টা করেছি এতিমদেরকে নিজের ছেলেমেয়েদের মতো দেখে রক্ষণাবেক্ষণ করতে, ভবিষ্যতেও তা করবো ইনশাআল্লাহ্। আমি যতদিন সভাপতির দায়িত্বে আছি, চেষ্টা করবো সুন্দরভাবে পরিচালনা করতে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়