প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১
রাজারগাঁও-মহামায়া সড়কে ঝুঁকিপূর্ণ ভাঙ্গা ব্রিজ
![রাজারগাঁও-মহামায়া সড়কে ঝুঁকিপূর্ণ ভাঙ্গা ব্রিজ](/assets/news_photos/2025/02/16/image-58969-1739713365bdjournal.jpg)
হাজীগঞ্জ, মতলব ও চাঁদপুর সদর উপজেলার সীমন্তবর্তী এলাকার মানুষজনের জেলা সদরসহ দেশের বিভিন্ন জায়গায় সহজ ও কম সময়ে যাতায়াত করার উপযোগী হচ্ছে রাজারগাঁও-মহামায়া সড়ক। সড়কটিতে দীর্ঘদিন পাকাকরণ সমস্যা থাকলেও গেলো বছরে সেটির সমাধান হয়। কিন্তু হাজীগঞ্জ উপজেলা অংশের সড়কে বইচাতলী খালের ওপরের বহু পুরাতন ব্রিজটির দুই পাশের রেলিং নেই। গত কয়েক দিন আগে ব্রিজের উপরের অংশ ভেঙ্গে বড়ো গর্ত হয়ে কংক্রিট ধসে পড়ে গেছে। সরেজমিনে গেলে এক বৃদ্ধ আক্ষেপের সাথে বলেন, আমাদের ভাগ্য মনে হয় খারাপ, গেলো কয়েক বছর ছিলো সড়কের ভাঙ্গাদশা। সেটা জাতীয় ও স্থানীয় দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় লেখালেখির পর কিছুটা সমাধান হলো। এখন আবার গেলো ব্রিজটা ভেঙ্গে। তিনি আরো বলেন, গত কয়েক বছর পূর্ব থেকেই সরু ও ঝুঁকিপূর্ণ ব্রিজটির ওপর দিয়ে মানুষজন চলাচলের সময় ব্রিজের নিচে পড়ে আহত হয়েছে। ব্রিজটা সরিয়ে নতুন ব্রিজ নির্মাণ করার জন্যে জোর দাবি থাকলেও আঞ্চলিকতায় তা আর হয়নি। সিএনজি অটোরিকশার ড্রাইভারগণ বলেন, এই সড়কের সমস্যা কবে যে সমাধান হবে তা আল্লাহ ভালো জানে! আজ কয়েক দিন ব্রিজটির অংশ ভেঙ্গে পড়ায় মানুষ ভয়ে এই সড়ক দিয়ে আগের মতো আসে না। শুকনো মৌসুমে ভাঙ্গা ও ঝুঁকিপূর্ণ ব্রিজটি সরিয়ে নতুন ব্রিজ নির্মাণ করার জন্যে জোর দাবি জানাচ্ছি । ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান বলেন, আমি ব্রিজটি ভেঙ্গে পড়ার খবর পেয়ে সাথে সাথে উপজেলা অফিসকে অবহিত করি। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভাঙ্গা ব্রিজটি পরিদর্শন করে গেছেন। অচিরেই সমস্যার সমাধান হবে বলে আমি আশা করছি।