শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০

রান্ধুনীমুড়া উবির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কামরুজ্জামান টুটুল
রান্ধুনীমুড়া উবির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একেএম জাহাঙ্গীর আলম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহজামালের

সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আবুল বাসার লিটন, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম ভুট্টো, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন দুলাল ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনির, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, অভিভাবক সদস্য মো. শাহ আলম, ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকতসহ অভিভাবক, শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়