শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬

দুদফা আওয়ামী লীগের দোসরদের হামলার শিকার

ফরিদগঞ্জে বিএনপি নেতার বিচার না পাওয়ার শংকায় সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে বিএনপি নেতার বিচার না পাওয়ার শংকায় সংবাদ সম্মেলন

পতিত আওয়ামী লীগের দোসরদের হাতে পরপর দুদফা হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন সাখাওয়াত উল্যাহ (৭০) নামে প্রবীণ এক বিএনপি নেতা। হামলায় গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মামলা করেও শংকায় রয়েছেন বিচার না পাওয়ার। ফলে বাধ্য হয়ে ন্যায় বিচার পাওয়ার আশংকায় বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) দুুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হামলায় আহত বিএনপি নেতা সাখাওয়াত উল্যাহর স্ত্রী নিলুফা আক্তার ও মেয়ে শামীমা ইয়াসমিন হীরা।

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রবীণ বিএনপি নেতা সাখাওয়াত উল্যাহ সম্মেলনে যাওয়ার পথে এমরান সর্দারের নেতৃত্বে পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা তার ওপর সন্ত্রাসী হামলা করে। ওই ঘটনার পর দ্রুত তাকে নিয়ে লোকজন হাসপাতালে যাওয়ার পথে দেইচর স্কুলের সামনে পুনরায় ওই সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। মারাত্মক আহত হয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর থানায় মামলা করতে গেলে আমরা পুলিশি হয়রানির শিকার হই। পরবর্তীতে নানা তদবিরের পর মামলা হলেও পুলিশের অনীহা ও অভিযুক্তদের হুমকি- ধমকির কারণে আমরা বিচার পাওয়া নিয়ে শংকিত। এই কারণে আমরা বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করছি।

তারা বলেন, অভিযুক্ত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ নিশ্চুপ। উল্টো ঘটনার সাক্ষীরাও আতংকিত। পুলিশের এমন উদাসীনতার কারণে আমরা সুবিচার বঞ্চিত হওয়ার আশঙ্কা করছি। পাশাপাশি আমাদের ওপর ফের সন্ত্রাসী হামলার ঘটনার হুমকি-ধমকিতে পরিবারের সদস্যদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনে হামলার শিকার সাখাওয়াত উল্যাহর ভাই আবিদ উল্ল্যাহ, প্রতিবেশী বিএনপি কর্মী মামুন খান, মো. মহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়