প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭
গন্ধর্ব্যপুর ওয়েলফেয়ার ফউন্ডেশনের সাথে সুশীল সমাজের মতবিনিময়
হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সাথে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ সভায় সকলেই এলাকার উন্নয়ন বিশেষ করে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধি, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব হাফেজ প্রকৌশলী মো. রেজওয়ানুল হাসান, উপদেষ্টামণ্ডলীর সদস্য চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসেন বাহার, নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ আহম্মেদ হোসেন, আবুল খায়ের, মীর হোসেন ও প্রাক্তন চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, আগামী ঈদুল ফিতরের পর নতুন কমিটির অভিষেক, মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি সার্থক করার জন্যে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন তিনি।