বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা সভা

বই পড়লে শিক্ষার্থীদের মাঝে নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

অনলাইন ডেস্ক
বই পড়লে শিক্ষার্থীদের মাঝে নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয় : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
জাতীয় গ্রন্থাগার দিবসে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অতিথিবৃন্দ।

চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায় চাঁদপুর জেলা গণগ্রন্থাগার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপ্রধানে এবং বাংলাদেশ গ্রন্থাগার সমিতি চাঁদপুর জেলা সেক্রেটারি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি মুহাম্মদ আরিফ বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রন্থাগার গণমানুষের পাঠের জন্যে একটি উন্মুক্ত শিক্ষালয়। বিশেষ করে শিক্ষার্থীদের এখান থেকে সুফল নিতে হবে বেশি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেনো একাডেমিক লেখাপড়ার বাইরে স্বাধীনভাবে যে কোনো বই বা বিষয় পড়তে পারে সে ব্যবস্থা রাখা খুবই জরুরি। তিনি শিক্ষার্থীদের বেশি বেশি পড়তে এবং স্বাধীনভাবে পড়তে উৎসাহিত করেন। তিনি বই পড়াকে ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক মতাদর্শের বাইরে রাখার পরামর্শ দেন। যাতে তাদের মাঝে প্রতিটি বিষয়ের ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি তৈরি হয়। শিক্ষার্থীদের ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, বই পড়লে শিক্ষার্থীদের মাঝে নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আব্দুল মান্নান। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রফেসর অমর চন্দ্র দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি পিএম বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএম মানজুরুল ইসলাম সাজিদ।

উল্লেখ্য, জেলা গণগ্রন্থাগার চাঁদপুরের ব্যবস্থাপনায় বিজয় দিবস-২০২৪ উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বই পাঠ, চিত্রাঙ্কন, রচনা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। এতে জেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বইপ্রেমীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়