শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ আগস্ট ২০২১, ০০:০০

সম্মাননায় ভূষিত ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র
বাবুল মুফতী ॥

সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় আবারও সম্মাননা পেলেন মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী। গত ১৮ জুলাই অগ্রগামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে আঃ মান্নান বেপারীকে ‘অগ্রগামী স্টার অ্যাওয়ার্ড’ দেয়া হয়। এর আগেও একাধিকবার সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় তিনি সম্মাননায় ভূষিত হন। তিনি ৫নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর।

আঃ মান্নান বেপারী বলেন, বর্তমান সরকারের যে ভিশন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমি কাজ করছি। সমাজের অসহায় মানুষের পাশে আছি সরকারি এবং আমার ব্যক্তিগত সহায়তা নিয়ে। আমি সবসময়ই চেষ্টা করি মানুষের জন্যে কিছু করতে। সরকারের সকল কার্যক্রম বাস্তবায়ন ও সমাজসেবা করায় বিভিন্ন সংগঠন আমাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডঃ নূরুল আমিন রুহুলের সকল উন্নয়ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আমি সকলের কাছে দোয়া চাই।

আঃ মান্নান বেপারী পেশায় একজন ব্যবসায়ী। রেদোয়ান এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি। ২০১৫ সালে ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে তিনি বিপুল ভোটে ৫নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়