শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০

কচুয়ায় স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
মোহাম্মদ মহিউদ্দিন ও মেহেদী হাসান ॥

কচুয়ায় লিজা আক্তার (১৬) নামের এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ছাত্রী উপজেলার কড়ইয়া ইউনিয়নের দক্ষিণ আকানিয়া জমির উদ্দিন হাজী বাড়ির মৃত নুরুল ইসলামের মেয়ে। খবর পেয়ে মঙ্গলবার ২৭ জুলাই সন্ধ্যায় কচুয়া এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে লিজার লাশ উদ্ধার করেন।

লিজার বড় ভাই বোরহান জানান, প্রায় ৫ বছর পূর্বে আমার বাবা অসুস্থ হয়ে মারা যান। দুই ভাই দুই বোনের মধ্যে সে তৃতীয়। সে স্থানীয় আকানিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সকালে আমার মা নাজমা বেগম ছোট বোনকে নিয়ে নানার বাড়ি কোহলথুড়িতে বেড়াতে যান। আমিও বাড়িতে ছিলাম না। খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখি আমার ছোট বোন লিজা আক্তার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে লিজার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরেজমিনে গেলে স্থানীয়রা দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পিতৃহারা লিজা আক্তার তার মা নাজমা বেগমের সাথেই লেখাপড়ার পাশাপাশি সাংসারিক কাজকর্ম করত। স্বামী হারা নাজমা দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতো। প্রায়ই সন্তানদের আবদার মিটাতে অপারগ ছিলেন। এই নিয়ে সন্তানদের সাথে মায়ের প্রায়ই মনোমালিন্য হতো। নিরবে কান্না সহ্য করে যেতো সন্তান ও মা।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, স্কুল ছাত্রীর আত্মহত্যার বিষয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। লিজার আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়