প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ০০:০০
সোনার বাংলা নদীমাতৃক
খালে-বিলে ভরা,
শস্য-শ্যামল সবুজ বরণ
রূপসী অপ্সরা।
ইলিশ জাতীয় মাছ
গভীর জলে চরে,
দেশের সম্পদ আর্থিক লাভ
দরিদ্রতা হরে।
ডিম দেবার সময় ইলিশ
উজানেতে আসে,
ঝাঁকে ঝাঁকে ডিম রেখে
লম্পঝম্পে ভাসে।
পদ্মা, মেঘনা, ধলেশ্বরী
জাটকার চারণভূমি
চৈত্র, বৈশাখ দু মাস
বাড়ন্ত মৌসুমী।
জাটকা ইলিশের পোনা
দিনে, রাতে বাড়ে,
পূর্ণ ইলিশ সুস্বাদু
দৈনন্দিন আহারে।
জাটকা নিধন ক্ষতিকর
ইলিশের বংশ লোপ,
দেশের ক্ষতি আর্থিক মন্দা
জনমনে ক্ষোভ।
জাটকা রক্ষায় সম্পদ বৃদ্ধি
অর্থ আসবে হাতে,
সোনার বাংলার সোনার মানুষ
থাকবে মাছে-ভাতে।