প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
ইফতার মাহফিল
গতকাল ৩১ মার্চ রোববার বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ চাঁদপুর শহর শাখার উদ্যোগে দক্ষিণ গুণরাজদীস্থ আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ চাঁদপুর শহর শাখার নেতৃবৃন্দ ও যুব হিজবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সহ-সুপার, সহকারী শিক্ষক ও এলাকার সুধীজন এবং বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদণ্ডকিয়াম শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ চাঁদপুর শহর শাখার সভাপতি ও আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ মোঃ জিয়াউদ্দিন খন্দকার।