বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০

কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় পিরোজপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মজুমদার ও পৌর বিএনপির প্রচার সম্পাদক মারুফ খান রাছেল।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মিয়াজীর সঞ্চালনায় অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ ও রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিম কাজী মামুন।

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমির হোসেন জুয়েলের সভাপ্রধানে সভায় ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মানিক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নাজির হোসেন গাজী ও মজিবুর রহমান মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মিয়াজী, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মজুমদার, শাহাদাত মজুমদার, ইউসুফ হোসেন ও সদস্য আব্দুল জলিল।

সভায় ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকল্পে ওয়ার্ড নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ওয়ার্ড যুবদল নেতা মোঃ সবুজ, ইমান হোসেন, মোঃ সুমন, রাসেল পাটওয়ারী, আবু বকর, আব্দুল জলিল, তাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ সাদী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রাজু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিন খান মিন্টু, জুলহাস চৌধুরী, শাহিদুল ইসলাম সাহেদ, ইসমাঈল খান, যুবনেতা শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়