প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০
জ্বললো আগুন হাওয়ায় সেদিন
জ্বললো আগুন পথে
দলে দলে আসছিলো লোক
সারা বাংলা হতে।
সেদিন ছিলো অগ্নিঝরা
মার্চে তারিখ সাত
শেখ মুজিবের কাঁধেই বিকেল
রেখেছিলো হাত।
কেউ দেখেনি এমন তো আর
বারুদমুখো মার্চ
গুগলজুড়ে কেউ পাবে না
হাজার দিলেও সার্চ।
লোকে লোকারণ্য ছিলো
ময়দান রেসকোর্স
নিজ তাগিদে নিজেই এলো
কেউ করেনি ফোর্স।
সবার মুখে একটি ছায়া
মুজিব কী আজ বলে
উঠলো মুজিব দেশ কাঁপিয়ে
বজ্রকণ্ঠে জ্বলে।
ঊনিশ মিনিট দীর্ঘ সে এক
ভাষণ দিলো বটে
মার্কিনে তা কবির বাণী
বললো অকপটে।
ইতিহাসকে গর্ভে ধরে
ধন্য হলো কাল
সাত মার্চের সেই ভাষণে
দূর হলো জঞ্জাল।
বিশ্বজুড়ে এই ভাষণে
হচ্ছে গবেষণা
বঙ্গবন্ধুর এমন ভাষণ
সত্যি হাতে গোণা।