প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
এই লতাতে ফুল ছিল না
আর ছিল না পাতার ভার
এই লতাতে সুরের ধারা
খুলেইছিলো মনের দ্বার।
এই লতাতে নয়তো পাখি
বসতো এসে সুর শুধু
এই লতাকে কোভিড কেড়ে
নিলোই অনেক দূর ধূ-ধূ।
এই লতাতে নেইতো মুকুল
ফুটতো তবু সুরকলি
সুরের সুধায় ঘুরে বেড়ায়
মনের গহীন দূর-গলি।
এই লতার এক পথ্য মহান
গলার কারু-কাজ দিয়ে
মনের ময়লা দুঃখগুলো
মুছতো সুরের তাজ দিয়ে।
এই লতা আজ অমর্ত্যলোক
পাড়ি দিলো নিঃশ্বাসে
ইন্দ্রলোকে সুরের গৃহে
নতুন হলো শিষ্যা সে।
লতার আগায় হাজার ফুলের
অঞ্জলিতে দেই বিদায়
সুরের তুমি সরস্বতী
এই অভিধায় নেই দ্বিধায়।
ভাইরাস
আলহাজ মোঃ আবদুল হক মোল্লা
ওমিক্রন, করোনা দোসর
মানব জীবন নাশে,
সুস্থ জীবন বিপর্যস্ত
উভয়ের সন্ত্রাসে।
ছোঁয়াচে রোগ বিধায়
ছড়িয়ে পড়ছে বিশ্বে,
নিরাময়ে ব্যর্থতায়
মৃতের সংখ্যায় শীর্ষে।
এক দেশে কমে যায়
অন্য দেশে বাড়ে,
কোনো দেশ ভাইরাস শূন্য
কল্পনাতে হারে।
মহামারীর আলামত
বিশ্বাঙ্গনে দৃষ্ট,
মৃত্যু সংখ্যা বেড়েই যাচ্ছে
ভাইরাসদ্বয়ের সৃষ্ট।