শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০০:০০

জেলা মহিলা ক্রীড়া সংস্থা
স্টাফ রিপোর্টার ॥

মহান বিজয় দিবসের বিকেলে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। চাঁদপুর সরকারি মহিলা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের সহধর্মিণী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাঃ আফসানা শর্মী। বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, রেলওয়ে শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানম প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক পৌর মহিলা কমিশনার শিপ্রা দাস। মুক্তিযুদ্ধের আলোকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা কল্পনা সরকার। সংগঠনের সদস্য আফরোজা মেরীর সঞ্চালনায় ও রওশন আক্তারের খেলা পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপিকা ফেরদৌসি বেগম, শিক্ষিকা মৃদুলা সাহা, পৌর মহিলা কাউন্সিলর খালেদা আক্তার, আয়েশা রহমান, সদস্য আয়েশা রহমান লিলি, শামীমা খানম মুন্নী, অঞ্জনা কর্মকার, তপতী কর, মনোয়ারা হাসান, নাসরিন ইসলাম নিপা, জাহানারা বেগম জানু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়