প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ও ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা বার্ষিক আনন্দভ্রমণে গেলেন মতলব উত্তরের মোহনপুরের পর্যটন কেন্দ্রে।
গতকাল ৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় ট্রলারযোগে ১১০জন শিক্ষার্থীর একটি দল যাত্রা শুরু করে মোহনপুরের উদ্দেশ্যে। দীর্ঘ আড়াই ঘন্টার নৌকা ভ্রমণ শেষে শিক্ষার্থীরা পৌঁছায় দেশের একমাত্র মিঠা পানির বিচ ও মোহনপুর পর্যটন কেন্দ্রে। দুপুরের ভোজন শেষে বিকেলে দিনব্যাপী এই ভ্রমণ শেষে পুনরায় চাঁদপুরে ফিরে আসে শিক্ষার্থীরা।
দিনব্যাপী নৌকা ভ্রমণ, মিঠা পানির বিচ ঘোরা, নদীর মাঝে জেগে উঠা চরে ঘোরা, হাসি ও আনন্দ আড্ডায় শেষ হয় এবারের শিক্ষা সফর।