শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক ব্যবসায়ী আটক
প্রেস বিজ্ঞপ্তি ॥

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল ৩ ডিসেম্বর সকালে কুমিল্লা কোতয়ালী থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫১ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ৫৪ বোতল স্কাপ, ৪ বোতল বিয়ারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার একরামপুর ইস্পাহানী গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ রানা মিয়া (২৭), একই এলাকার তারা মিয়ার ছেলে মোঃ রবিউল আউয়াল (২৯) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নাকপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ আমান হোসেন আরমান (৩১)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল, স্কাপ এবং বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ‘বাংলাদেশ আমার অহংকার’-এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়