প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মাসুদুর রহমান। ২ ডিসেম্বর বিকেলে শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের সভা অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক মোঃ মাহমুদুর রহমান পাটোয়ারী। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী। নির্বাচিত হওয়ার পর মাসুদুর রহমান পাটোয়ারী বলেন, এলাকার শিক্ষার মান বৃদ্ধি করতে তিনি কাজ করে যাবেন।