প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রূপসা বাজারে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর শততম উপ-শাখার উদ্বোধন হয়েছে। গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়ালী এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। পরে ব্যাংকে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন এসআইবিএল চাঁদপুর শাখার ম্যানেজার সিনিয়র অ্যাসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এসআইবিএল ব্যাংকিং জগতে নতুন ধারা নিয়ে এসেছে। একটি অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণভাবে বা অনলাইনে বসেই সকল কাজ সারতে পারবেন গ্রাহকরা। আবার ইসলামী ব্যাংকিং-এর পরিপূর্ণ বাস্তবায়ন করায় একটি ব্যবসা করার জন্যে বিনিয়োগের একটি আদর্শ ক্ষেত্র এ ব্যাংক। তিনি বলেন, গ্রাহকদের সাথে চুক্তি অনুযায়ী আমরা কাজ সেবা দিয়ে থাকি। আমরা কৃষকদের জন্যে ১০ টাকা দিয়ে ব্যাংক একাউন্ট করা ছাড়াও শিক্ষার্থীদের জন্যেও বিশেষ ব্যবস্থা রয়েছে। প্রকৃত ইসলামী ব্যাংকিং-এর ধারা বাস্তবায়ন করে সারাদেশে এসআইবিএল ইতিমধ্যেই আলোড়ন তুলেছে।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ভবন মালিক ফজলুল কাদের চৌধুরী মিলন, রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক খান, ব্যবসায়ী নয়ন শেখ প্রমুখ। আলোচনা শেষে ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।