শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

মতলবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে ইউএনওর সহায়তা প্রদান
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামের জব্বার প্রধানীয়া বাড়িতে অগ্নিকা-ের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়। ২ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই অসহায় পরিবারকে ৫টি কম্বল, শুকনো খাবার এবং উপজেলা কৃষি অফিসের মাধ্যমে কৃষি কাজে সহায়তা হিসেবে সরিষার বীজসহ অন্য কৃষি সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে নগদ টাকা ও ঢেউটিন প্রদান করা হবে। এছাড়াও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হবে।

উল্লেখ্য, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামের জব্বার প্রধানীয়া বাড়িতে গত ৩০ নভেম্বর অগ্নিকাণ্ডে এ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়