প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। আজ ৪ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় মেলার চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে যৌথসভা অনুষ্ঠিত হবে। মেলা উদ্বোধনের প্রায় সকল কাজ সমাপ্তির পথে। সেজন্যে চূড়ান্ত প্রস্তুতির যৌথসভা।
মেলার সাথে সম্পৃক্ত উপদেষ্টাম-লীর সদস্য, স্টিয়ারিং কমিটির সকল সদস্য, সকল ভাইস-চেয়ারম্যান, সকল যুগ্ম-মহাসচিব, বিভিন্ন উপ-পরিষদের আহ্বায়ক, সদস্য সচিব ও সমন্বয়কারী, বিভিন্ন সাংস্কৃতিক, নাট্য সংগঠনের সদস্যদেরকে যথাসময়ে আউটার স্টেডিয়ামে বিজয় মেলা মঞ্চের সামনে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চেয়ারম্যান অ্যডঃ বদিউজ্জামান কিরণ ও মহাসচিব হারুন আল-রশিদ।