প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব হাসপাতালে আটক ৫ দালালকে ৫০ হাজার টাকা জরিমানা
মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে ৫ দালালকে আটক করা হয়েছে। ২ ডিসেম্বর বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাউছার হিমেল, মেডিকেল অফিসার রাজিব কিশোর বণিক, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, হাসপাতাল চত্বরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা মহিলা দালাল দিয়ে রোগীদের টানাটানি এবং রোগীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতারিত হচ্ছে। দালাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।