প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাংবাদিক বিএম হান্নানের মাতা ফয়েজুন্নেছা মঙ্গলবার ভোররাতে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
মরহুমার জানাজার নামাজ বুধবার বাদ জোহর টেকনিক্যাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রবাহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, দৈনিক ইলশেপাড় পত্রিকার সহকারী সম্পাদক পীরজাদা মাওলানা মাহফুজ উল্যাহ খান, বিএনপি নেতা মজিবুর রহমান ফরহাদসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকগণ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুমা ফয়েজুন্নেছা মৃত্যুকালে ৩ পুত্র ও ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
শোক প্রকাশ
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নানের মাতা ফয়েজুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।