প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দারিন্দা রসুলপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ছাত্তার (৬৭)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল ২ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ জোহর দারিন্দা রসুলপুর এলাকার সরকার বাড়ির সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ অ্যাজমায় আক্রান্ত ছিলেন। গত ১ ডিসেম্বর রাত ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ ছাত্তারকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারী কমান্ডার মোস্তফা কামাল প্রমুখ। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।