শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০০:০০

সড়কে চলাচলে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে
স্টাফ রিপোর্টার ॥

নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটি সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। ১ ডিসেম্বর বুধবার চাঁদপুর সরকারি কলেজ গেট থেকে শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

সংগঠনের সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ নুরুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দেশে নিরাপদ সড়কের দাবিতে ইলিয়াস কাঞ্চন নিরলস কাজ করে চলেছেন। তার এই আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়ক আন্দোলনকে জাতীয়করণ করেছেন। এখন নিরাপদ সড়ক সকলের দাবি। তবে এ দাবি মুখে তুললেই হবে না, সড়কে চলাচলে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, রাস্তায় চলাচলের ট্রাফিক আইন মেনে চলতে হবে। যাত্রী হিসেবে তাদেরও দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব মেনেই গাড়িতে ওঠানামা করতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

সভায় নিসচার জেলা সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মেদ রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ প্রতিনিধি উদ্ভিদ বিভাগের অধ্যাপক কামরুল হাছান, সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, মোঃ শওকত করিম, সহ-সাধারণ সম্পাদক মুসাদ্দেক আল আকিব ও দপ্তর সম্পাদক মামুন শনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রকাশনা সম্পাদক এমএ খালেক।

শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক সুজয় চৌধুরী লিটন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী শেখ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ আলম, যুব বিষয়ক সম্পাদক এমআই দিদার, সদস্য বাদশা ভূঁইয়া, আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের কোষাধ্যক্ষ মোঃ শফিউল্লাহ মিয়া এবং চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরাসহ চাঁদপুর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চন চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হবার পর ঐবছরই ১ ডিসেম্বর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে এ সামাজিক সংগঠন। যার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২৮ বছরের এ আন্দোলনে নিসচার পালকে অনেক অর্জন এসেছে। নিঃসন্দেহে এসব সাফল্য নিসচাকে অনুপ্রাণিত করে। তবে কোনো প্রাপ্তিতেই নিসচা থেমে থাকেনি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিসচা শুরু থেকে একটি সময়োপযোগী আইনের দাবি জানিয়ে আসছিলো। পাশাপাশি শুধু আইন করলে হবে না, সড়কে আইন মানতে মানুষকে সচেতন করার ওপর জোর দেয় নিসচা। এজন্যে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার দাবি জানায়। তাদের লক্ষ্য ছিলো নিরাপদ সড়কের জন্যে একটি দিবসকে যদি রাষ্ট্রীয়ভাবে পালন করা যায়, তা হলে জনগণের মাঝে এ বিষয়ে একটি সচেতনতা তৈরি হবে।

সরকার নিসচার দাবিকে সম্মান জানিয়ে ২০১৭ সাল থেকে দিবসটির জাতীয় স্বীকৃতি দিয়েছে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় সরকারিভাবে পালিত হচ্ছে। নিসচা বিশ^াস করে, এতে নিরাপদ সড়ক আন্দোলন আরো জোরালো হয়েছে। তবে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন নিয়ে শঙ্কিত রয়েছে অনেকে এবং এই আইনটি বাস্তবায়নে জোর দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়