প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
পঙ্গু ও বেকার মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাকসুদ হায়দার চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। ২ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ জোহর নামাজ শেষে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার পূর্ব শ্রীরামদী চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজার নামাজের পূর্বে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশের একটি চৌকষদল গার্ড অব অনার প্রদর্শন করেন।
মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মজিবুর রহমান। মরহুমের জ্ঞাত-অজ্ঞাত সকল ভুল-ত্রুটির জন্যে ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন তাঁর একমাত্র মেয়ের জামাই সৈয়দ আশিক মোহম্মদ। নামাজে জানাজায় ইমামতি করেন চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ আবু নাছের। জানাজায় অংশ নেন চাঁদপুর চেম্বার সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ রাজনীতিক আমিনুর রহমান বাবুল, মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, মিজানুর রহমান ভূঁইয়া কালু, মাহফুজুর রহমান টুটুল, ওয়াহিদুর রহমান, নকিবুল ইসলাম চৌধুরী, গোলাম মোস্তফা বাবু, রফিক আহম্মদ মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছানাউল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন গাজী, রেজাউল করিম বিপ্লব, মোশারফ হোসেন মানিক, মমতাজ উদ্দিন মন্টু গাজী, ফয়সাল হায়দার চৌধুরী, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এছাড়াও চাঁদপুর চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, পরেশ চন্দ্র মালাকার, গোপাল সাহা প্রমুখ।
ব্যবসায়ী ও সংগঠক আলহাজ মোস্তাক হায়দার চৌধুরীর ছোট ভাই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাকসুদ হায়দার চৌধুরী গত ১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকাস্থ বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। ভাইদের মধ্যে ব্যবসায়ী মোস্তাক হায়দার চৌধুরী, মহব্বত হায়দার চৌধুরী, রাজনীতিবিদ মঈনুদ্দিন হায়দার চৌধুরী (মাঈনু)সহ তিনি ১ বোন, ১ সন্তান ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মরদেহে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা প্রশাসন, আমিনুল হক পৌর প্রাথমিক বিদ্যালয় ও হাজী আমজাদ আলী শিশু একাডেমী। জানাজা নামাজ শেষে চৌধুরী বাড়ি পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।