প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
সারাদেশের ন্যায় চাঁদপুরেও বৃহস্পতিবার ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। চাঁদপুরে ৫২ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ২১ হাজার ৯শ’ জন।
আগামী ৩০ ডিসেম্বর এবারের এইচএসসি পরীক্ষা শেষ হবে। করোনার কারণে এপ্রিল মাসের পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে। এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিন সকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চাঁদপুরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। স্বাস্থ্যবিধি মেনে, নকলমুক্ত পরিবেশে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে তিনি খোঁজ খবর নেন এবং পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।