প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের নির্বাচনে তিতারকান্দি গ্রামের ১নং ওয়ার্ডের মেম্বার পদে নৃপেন্দ্র চন্দ্র দাস মোরগ মার্কায় দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত নির্বাচনে নৃপেন্দ্র চন্দ্র দাস (মোরগ) ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী আতাউর রহমান তালা মার্কায় ৩৪১ ভোট পেয়েছেন। উপজেলা কৃষি অফিসার ও ইসলামাবাদ ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ সালাউদ্দিনের স্বাক্ষরে তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে নৃপেন্দ্র চন্দ্র দাস পুনরায় মেম্বার নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।