প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাইমচরবাসীর কেনাকাটার স্বপ্নপূরণে আলগীবাজারস্থ আলিফ নিউ মার্কেট নামে শপিংমল বানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূর হোসেন পাটোয়ারী। ১ ডিসেস্বর বুধবার বেলা ১২টায় হাইমচর নিউ মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, অ্যাসিলেন্ড ও থানার অফিসার ইনচার্জসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ৪৫ শতাংশ জমির উপর নির্মিত এ মার্কেটটির মালিক হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। দুতলাবিশিষ্ট এ মার্কেটে পঞ্চাশের অধিক দোকান রয়েছে। নূর হোসেন পাটোয়ারী হাইমচরবাসীর কেনাকাটার স্বপ্নপূরণে নিজ অর্থায়নে এ মার্কেট গড়ে তোলেন। এজন্যে তিনি তার ছেলের নামে এটির নামকরণ করেছেন ‘আলগী বাজার আলিফ নিউ মার্কেট’।