শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ০০:০০

নায়েরগাঁও দক্ষিণে মেহারণ থেকে নবনির্বাচিত ইউপি সদস্য ভরত দাস সাধুর কৃতজ্ঞতা
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী মেহারণ গ্রামের ভরত দাস সাধু ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। এজন্যে তিনি মেহারণবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মেহারণ গ্রামটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত। গত ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে উক্ত ওয়ার্ড থেকে তিনি সর্বোচ্চ ৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তম কুমার দাস পেয়েছেন ৫৭৩ ভোট। উল্লেখ্য, উত্তম কুমার দাস ও তার পরিবার দীর্ঘ ৫৫ বছর এই ওয়ার্ডের জনপ্রতিনিধিত্ব করে আসছেন। দীর্ঘ সাড়ে পাঁচ দশক পর এবার মেহারণবাসী তাদের পছন্দমত প্রার্থী নির্বাচন করতে পেরেছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন নবনির্বাচিত ইউপি সদস্য ভরত দাস সাধু। তিনি বলেন, মেহারণবাসী আমাকে মন থেকে ভালোবাসে। তাই এই জয় মেহারণবাসীর জয়, এই জয় মেহারণবাসীর ধর্মের জয়।

ভরত দাস আরও জানান, তিনি জনগণের সেবা করে বাকি সময়টা কাটিয়ে দিতে চান। তিনি জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। তিনি করোনাকালীন সময়ে ব্যক্তিগত তহবিল থেকে মেহারণের অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তিনি সুষ্ঠু ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়