প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাইমচরের ২নং উত্তর আলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান আতিক পাটওয়ারীকে তৃণমূল থেকে সমর্থন দিতে প্রস্তাব উঠেছে। এর আগে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে নির্ধারিত ফরম পূরণ করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন। গতকাল ১ ডিসেম্বর বিকেলে উত্তর আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী। উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানসহ অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উত্তর আলগী ইউনিয়নে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এখানকার পাটোয়ারী বংশ থেকেই, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। আতিক পাটোয়ারী আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা হিসেবে এলাকায় পরিচিত। তিনি ছাত্রজীবনে হাইমচর উপজেলা ছাত্রলীগের সভাপতি থেকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, পরে হাইমচর উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন।