প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জে মৈত্রী শিশু উদ্যান এন্ড হাই স্কুলে পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুন।
স্কুলের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেনের সভাপ্রধানে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রোটাঃ রুহিদাস বণিক, পরিচালক (প্রশাসক) কাজী নূরুর আলম, পরিচালক (শিক্ষা) নীহার রঞ্জন হালদার, সহকারী শিক্ষক জান্নাতুল মাওয়া রুবি ও মোঃ তারেক আজিজ।
সহকারী শিক্ষক দ্বীন ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী গোলাম রাব্বী এবং গীতা পাঠ করেন সৃজন বণিক। এরপর আলোচনা সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেবাতুন তাসনিয়াহ সুমাইয়া, সুপ্তা মোহনা, কাজী মাঈসা হক জারা, তাওহীদুল ইসলাম রিমন প্রমুখ। এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।