প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সোবহান সরকার সুভাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন কলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার ৩০ নভেম্বর বিকেলে সোবহান সরকার সুভার নিজ বাড়ি দশানী থেকে বের হয়ে ইউনিয়নের কলাকান্দা, সাতানি-লতরদি, হানিরপাড়, মিলারচরসহ বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণকালে জনগণের ভালোবাসায় সিক্ত হন এ তরুণ চেয়ারম্যান।
পরে সংক্ষিপ্ত পথসভায় নবনির্বাচিত চেয়ারম্যান সোবহান সরকার সুভা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, আধুনিক মতলবের রূপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে মতলব উত্তরে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্যে ধন্যবাদ।
তিনি বলেন, ৬নং কলাকান্দা ইউনিয়নের জনগনের নিকট কৃতজ্ঞ। তারা আমাকে পুনরায় তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছি। আবারও জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। আশা করি অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করে একটি মডেল ইউনিয়ন গড়বো ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কলাকান্দা ইউপির সাবেক সদস্য মোঃ সফি উল্লাহ, বোরহান সরকার, আইয়ুব আলী, নবনির্বাচিত ইউপি সদস্য মানছুর আলম, সামসুদ্দিন ছৈয়াল, মেহেদী হাসান, আবুল বাসার, কবির হোসেন, আব্দুস ছাত্তার, কলাকান্দা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বাবুল সরকার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল প্রধান, সমাজসেবক আব্দুল বাতেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক স্বপন ফকির, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার প্রমুখ।
উল্লেখ, ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কলাকান্দা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোবহান সরকার সুভা আনারস প্রতীক পেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লাকে হারিয়ে নির্বাচিত হন।