প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০০:০০
‘ফ্যাসিবাদী দুঃশাসন হঠাও, শ্রমজীবী মানুষ বাঁচাও’ এ স্লোগান সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা সদরে সোমবার সকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাকর্সবাদী)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মহান রুশ বিপ্লববার্ষিকী ও বাসদ (মাকর্সবাদী) প্রতিষ্ঠাবার্ষিকীর ডাকে পুঁজিবাদবিরোধী গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে উপজেলা সদরস্থ ওনুআ স্মৃতি সংসদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী)-এর কেন্দ্রীয় নেতা, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একইদিন বাসদের নেতৃত্বে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফন্টের জেলা শাখার আহ্বায়ক রহিমা আক্তার কলি, কমরেড তবারক উল্লা ও কমরেড ওয়াদুদ।