প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০০:০০
গতকাল ২৯ নভেম্বর চাঁদপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ‘২০২০-২১ অর্থ বছরের ৫ম পর্যায়ে’ উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত নির্মাণ শ্রমিকদের (রাজ মিস্ত্রি, রড মিস্ত্রি, রং মিস্ত্রি ও ইলেকট্রিক মিস্ত্রি) পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, (রাজমিস্ত্রি ১ম ব্যাচ ৪০ জন ১ দিনব্যাপী) শুরু হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন কমিটির সদস্য সচিব ও চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী এএসএম রাশেদুর রহমান। উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর হারুনুর রশীদ হীরাসহ রিসোর্সপার্সন ও প্রশিক্ষণার্থীবৃন্দ।