শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০০:০০

সূচীপাড়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়ানুষ্ঠান
মোঃ আবুল কালাম ॥

শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় কলেজ মাঠে অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম খান, পরিচালনা পর্ষদ সদস্য মোঃ মোশাররফ হোসেন বাদল, ডাঃ জীবন মজুমদার, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন মুশু, কলেজের প্রথম ব্যাচের ছাত্র ও আওয়ামী লীগ নেতা মেশকাত হোসেন বিটু, ইউপি সদস্য আবু তাহের জনি, প্রাক্তন ছাত্র ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। প্রভাষক ওয়ালিউর রহমান মোল্লা ও প্রভাষক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সহকারী অধ্যাপক মনেয়ারা খানম, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মোঃ শাহজামাল ও প্রভাষক মোঃ আবদুল কাদের। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ফারাহ আনান, মাইশাতুন ফাহমিদা। আলোচনা সভা শেষে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সূচীপাড়া বাজার জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ রুস্তম আলী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়